অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. মিনহাজকে আটক করেছে পুলিশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া এলাকায় এই ঘটনা
পুলিশের অভিযানে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা মো. মিনহাজ (২২) এবং তাঁকে সহযোগিতার অভিযোগে বাহার উদ্দিন (৩৮) নামের আরেকজনকে আটক করা হয়েছে। হামলায় আহত পুলিশ কনস্টেবল আল আমিন বর্তমানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আটক মো. মিনহাজ লোহাগাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তিনি রশিদের পাড়া এলাকার বাসিন্দা এবং মো. শাহজাহানের ছেলে। অপর আটক ব্যক্তি বাহার উদ্দিন বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া এলাকার নুর আহম্মদের সন্তান।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা প্রায় সাতটার দিকে আমিরাবাদ স্টেশন এলাকায় মুহিবুল হকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত মুহিবুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল জানান, ছুরিকাঘাতের ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মিনহাজকে আটক করা হয়েছে। এ ছাড়া তাঁকে পালাতে সহায়তার অভিযোগে বাহার উদ্দিনকেও হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।