ছাত্রদল নেতাদের শিক্ষক ও ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ছাত্রদল নেতাদের শিক্ষক ও ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ এবং সদস্য নুর উদ্দিন ও রাফিজ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি-সহ অন্যান্য শিক্ষককে নিয়ে কটুক্তি এবং নারী শিক্ষার্থীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে পালিত এ মানববন্ধনে ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, অর্থনীতি বিভাগ ও আরবি ভাষা শিক্ষা বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ১৬ ডিসেম্বর রাতে উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি সংগঠনের নেতৃবৃন্দ আমাদের প্রক্টর স্যার, ছাত্র উপদেষ্টা স্যার ও হল প্রভোস্ট কাউন্সিলের সভাপতি স্যারের বিরুদ্ধে  কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। এর মাধ্যমে তারা আমাদের বোনদের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তারা শিক্ষার্থীদের প্রতিনিধি দাবি করে শিক্ষকদের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করলে এটা আমাদের জন্য লজ্জার বিষয়।

শিক্ষার্থীরা আরও বলেন, কটাক্ষকারীদের পক্ষ থেকে একটি নোটিসে মাধ্যমে বক্তব্য প্রত্যাহার করছেন, কিন্তু আমরা বলতে চাই, আপনারা কোন রাজনৈতিক দলের সাথে সমস্যার সুরাহা করছেন বিষয়টা এমন না। আপনারা শিক্ষকদের নিয়ে এমন কটাক্ষ করেছেন এবং ফেসবুক লাইভে এমন মন্তব্য করেছেন তাই আপনাদেরকে প্রকাশ্যভাবে ক্ষমা চায়তে হবে। আমাদের শিক্ষকদের বিরুদ্ধে এমন মন্তব্য যে সংগঠন বা দলই করবে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখবো।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও কয়েকটি শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের (ইবি) উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শেষ হয়। ফলে হলগুলোর শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাতের প্রতিবাদ জানাতে শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ ফেসবুক লাইভে আসেন এবং প্রশাসনের দ্বৈত আচরণের অভিযোগ তোলেন। লাইভ চলাকালে ছাত্রদলের কয়েকজন নেতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠলে পরে শাখা ছাত্রদল অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ