আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের এক প্রার্থীর বিরুদ্ধে ‎

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের এক প্রার্থীর বিরুদ্ধে  ‎
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (‎জকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী রিয়াসাল রাকিবের বিরুদ্ধে।

প্রার্থীদের অভিযোগ, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াসাল রাকিব নিজের ছবি ও ব্যালট যুক্ত কলম শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করছেন, যা নির্বাচনী আচরণবিধির ১১(ঙ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন। 

এ বিষয়ে ‎শিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ছাত্রদল-সমর্থিত প্যানেলের রিয়াসাল রাকিবের  লোগোযুক্ত কলম শিক্ষার্থীদের মাঝে  বিতরণ করে স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন করেছে। নির্বাচন কমিশনকে বলার পরেও কোনো ব্যবস্থা নিতে দেখছি না। 

‎স্বতন্ত্র জিএস পদপ্রার্থী উম্মে মাবুদা বলেন, ছাত্রদলের প্যানেল তাদের প্রচারণায় ভোটারদের উপহার হিসেবে কলমসহ বিভিন্ন সামগ্রী দিচ্ছে, যা স্পষ্টতই আচরণবিধি লঙ্ঘন। 

‎জাতীয় ছাত্রশক্তি-সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ বলেন, “ছাত্রদল–সমর্থিত প্যানেলের কর্মকাণ্ড সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আগামীকাল এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়া হবে।”

‎আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ছাত্রদল–সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াসাল রাকিব ‎বলেন, আমার এক ছোট ভাই আমার ছবির সাথে লোগো যুক্ত কলম আমাকে না জানিয়ে ভুল করে নিয়ে আসে এবং বিতরণ করে। বিষয়টা জানার পরেই তাকে নিষেধ করা হয় এবং এমন কিছু পরবর্তীতে আর হয়নি। 

‎আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে স্বীকার করে ছাত্রদল–সমর্থিত ভিপি পদপ্রার্থী একেএম রাকিব বলেন, “ভোটারদের কলম উপহারের বিষয়টি আমার নজরে আসার পর আমি নিষেধ করেছি। এখন আর কেউ দিচ্ছে বলে মনে হয় না।”

‎নির্বাচন কমিশনার ড. মো. আনিসুর রহমান বলেন, “এ বিষয়ে আমরা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ