ওসমান হাদির উক্তি ও সংগ্রামী জীবন তুলে ধরতে ইবিতে আলোকচিত্র প্রদর্শনী
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
শহীদ ওসমান হাদির ঐতিহাসিক উক্তি, বক্তব্য ও সংগ্রামী জীবনের নানা মুহূর্তকে তুলে ধরতে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটন সংলগ্ন এই প্রদর্শনির
আয়োজন করা হয়। এর মধ্যমে ওসমান হাদির সাংগ্রামী চেতনা, দেশ প্রেম, আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর ও দেশ সংস্কারের চেতনাকে ফুটিয়ে তোলা হয়।
এসময় শাখা ছাত্র আন্দোলন থেকে— ওসমান হাদিকে ‘জংলী ছেলে’ বলে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষকের স্থায়ী বহিষ্কার,
জুলাই আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ, আওয়ামী পন্থি ফ্যাসিস্ট শিক্ষকদের পদায়ন স্থগিত ও ডিন-চেয়ারম্যান পদ থেকে অপসারণ-সহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।
প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষার্থী তানভীর মন্ডল বলেন, যতবারই হাদি ভাইকে দেখেছি তার কথা-বার্তা, চলাফেরা ও তার লাইফস্টাইলে অনুপ্রেরণিত হয়েছি। হাদি ভাইয়ের চলে যাওয়া রাজনীততে বড় একটি ক্ষতি সাধন করেছে। তার দর্শন, চিন্তাভাবনা, রাজনৈতিক দূরদর্শিতা যুবসমাজ ও আপামর জনতা মাঝে প্রভাব তৈরি করে গেছে তা আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তিরূপে আবির্ভূত বলে মনে করি। আমরা এক নক্ষত্রকে হারিয়েছি। তার স্বাধীনতা সার্বভৌমত্ব ন্যায় ও ইনসাফের লড়াই যেন আমরা চালিয়ে নিয়ে যেতে পারি এই দোয়া কামনা করি।
শাখা ছাত্রশিবির সেক্রেটারি মো. ইউসুব আলী বলেন, ওসমান হাদি আমাদের অনুপ্রেরণার নাম। আমরা দেখেছি যে, জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা যারা আছে দুই একজন বাদে প্রায় সকল কে নিয়েই বিতর্কের সৃষ্টি হয়েছে বা অধিকাংশ জুলাই যোদ্ধায় জুলাইকে বিক্রি করে দিয়েছে তবে ওসমান হাদি ভাই এমন একজন ছিলেন যে জুলাই কে বিক্রি করেনি জুলাইকে হ্রদয়ে ধারণ করেছে। আধিপত্যবাদের বিরুদ্ধে হাদি ভাইয়ের এক একটা বক্তব্য এক একটা বারুদের মত ছিল।
তিনি আরও বলেন, হাদির অনুপ্রেরণা নিয়ে আমরা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হতে পারি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমরা আর কোন ভাইকে হাদি ভাইয়ের মত মরতে দিবো না। আমরা তাদের রক্ষা করার জন্য প্রাণপণ লড়ে যাব।
শাখা ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ওসমান হাদি জুলাইয়ের জন্য লড়ে গিয়েছেন। হাদি বলেছে ‘জান দিবে জুলাই দিবে না’। সে চেয়েছিলেন কালচারাল ফ্যাসিস্ট ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে। সে জায়গা থেকে আজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক হাদি ভাই কে 'জংলী ছেলে' কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার স্থায়ী বহিষ্কার করতে হবে। যেই সকল শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও শিক্ষার্থী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জন্য সে আইনানুগ ব্যবস্থা নেয় হয়েছে তার দৃশ্যমানতা দেখতে চাই। আওয়ামী পন্থী ফ্যাসিস্ট শিক্ষকদের পদায়ন স্থগিত করতে হবে এবং দ্রুত তাদের ডিন ও চেয়ারম্যান পদ থেকে অপসারণ করতে হবে।
এ সময় তিনি শহীদ ওসমান হাদির নামে নির্মানাধীন একাডেমিক ভবনের নামকরণের দাবি জানান। পাশাপাশি শহীদ আবরার ফাহাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ নামে হল নামকরণের দাবি জানান।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।