ইবি ছায়া জাতিসংঘের সভাপতি জিতু, সম্পাদক রাব্বি

ইবি ছায়া জাতিসংঘের সভাপতি জিতু, সম্পাদক রাব্বি
  • Author, ইবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার (আইইউমুনা) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব জিতু এবং সাধারণ-সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বি মনোনীত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) আইইউমুনার উপদেষ্টা অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষেয় জানা যায়। বিজ্ঞপ্তির মাধ্যমে নব্য গঠিত কমিটিকে আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়।

এছাড়াও নতুন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হিসেবে শারমিন শিলা, নায়েজ মোহাম্মদ জিসান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল মান্নান লুমান, একাডেমিক ডিরেক্টর মিথিলা ফারজানা,  কনফারেন্স ম্যানেজমেন্ট ডিরেক্টর রনক খান, কর্পোরেট এফেয়ার্স ডিরেক্টর মেহরাজ বিন আলম, ব্র্যান্ডিং এন্ড মিডিয়া ডিরেক্টর দানিয়েল রহমান আলিফ, পাব্লিক রিলেশনস ডিরেক্টর শেখ এ এম রুম্মান, কালচারাল এফেয়ার্স ডিরেক্টর ইসরাত জাহান প্রমি এবং ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে জেসিয়া জামান মনোনীত হয়েছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফজলে রাব্বি  বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা এমন একটি সংগঠন যা এর সূচনালগ্ন থেকেই অত্যন্ত কৃতিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠন সারাবছর বিভিন্ন কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক মানের কিছু প্রোগ্রাম আয়োজন করে থাকে যেখানে শিক্ষার্থীরা কূটনৈতিক আলোচনা, নেটওয়ার্কিং, বিশ্বব্যাপী সচেতনতা, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্বের দক্ষতা সহ অন্যান্য গুণাবলীর অনুশীলন করে থাকে, যা বর্তমান সময়ে অনেক বেশি জরুরি। আগামী দিনগুলোতেও তার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি, আমরা আরো নতুনত্ব আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। এমন একটি সংগঠনে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বটাও অনেক, চেষ্টা করবো সর্বোচ্চ টা করার।

নতুন কমিটির সভাপতি নাজমুস সাকিব জিতু বলেন, ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি হিসেবে আমাকে যোগ্য হিসেবে মনোনীত করায় আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করছি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে সংগঠনের উন্নয়ন ও এর সদস্যের সারাদেশে নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা তথা ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করা নিশ্চিত করতে চাই। আমরা আরো নিশ্চিত করতে চাই যে প্রত্যেক সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন এবং লিডারশীপের প্রয়োজনীয় দক্ষতা এবং গুণাবলী অর্জন করবে।

প্রসঙ্গত, ইসলামি বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা (আইইউমুনা) মূলত জাতিসংঘের আদলে শিক্ষার্থীদের মধ্যে কূটনীতি, নেতৃত্ব ও বৈশ্বিক সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে থাকে। এই সংগঠন নিয়মিত মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন, সেমিনার, ওয়ার্কশপ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক রাজনীতি, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে শিক্ষার্থীদের গবেষণা ও মত প্রকাশে উৎসাহিত করাই এর প্রধান লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবসম্মত নীতিনির্ধারণ প্রক্রিয়া ও আন্তর্জাতিক আলোচনার অভিজ্ঞতা অর্জন করে।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ