আন্তর্জাতিক আরবী ভাষা দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ১৪ তম ‘আন্তর্জাতিক আরবী ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ শেষে গগন হরকরা গ্যালারীতে এসে মিলিত হয়। র্যালিতে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ,ছাত্র-উপদেষ্টা-সহ বিভাগের শিক্ষাক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজন সূত্রে জানা যায়, দিবসটি গত ১৮ ডিসেম্বর হলেও ছুটির দিন হওয়া উদযাপন স্থগিত হয়। পরবর্তীতে হাদির মৃত্যুতে শোক পালন ও বিভিন্ন করণ সময়সূচিতে পরিবর্তন এনে ২২ ডিসেম্বর উদযাপনের সিদ্ধান্ত হয়।
র্যালি শেষে উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী বলেন, আরবি ভাষার গুরুত্ব বিশ্বের মধ্যে এক অনন্য উচ্চতায় রয়েছে। আরবি জাতিসংঘের ভাষার মধ্যেও অন্তর্ভুক্ত। বিশেষ করে অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে আরবি ভাষার গুরুত্ব রয়েছে। যেহেতু এটা কুরআন-হাদিসের ভাষা, এর গুরুত্ব অপরিসীম। আর বিশেষ করে মুসলমানদের কাছে আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয়ভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে।
তিনি আরো বলেন, কোন ভাষার সাহিত্য-সংস্কৃতি যদি শক্তিশালী হয়, তবে আরবি ভাষার সাহিত্য সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী এর ধারের কাছে অন্য ভাষা নেই। সুতরাং বিশ্ব আরবি ভাষা দিবসে আরবি যাদের মাতৃভাষা এবং আরবি যাদের মাতৃভাষার নয়, যারা অর্থনৈতিক কারণে, ধর্মীয় কারণে আরবি ভাষা শিখে আমি তাদেরকে অভিবাদন জানাচ্ছি।
উল্লেখ্য, বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।