শিক্ষার্থীদের প্রতি সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান হাসনাত আবদুল্লাহর

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব দেবিদ্বার (ডুসাড) এর ইফতার মাহফিলে শিক্ষার্থীদের প্রতি সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানায় হাসনাত আব্দুল্লাহ। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের তাদের মূল্যবান ভোট বিক্রি না করে, সঠিক প্রার্থী নির্বাচনের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
রবিবার (১৬ মার্চ) অনুষ্ঠিত ডুসাডের ইফতার মাহফিল ও আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখপাত্র হাসনাত আবদুল্লাহ বলেন, "সবাই সবার স্থান থেকে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। একদিনের জন্য নিজেকে বিক্রি করে দিবেন না। আপনাদের একদিনের ক্ষমতা যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে পরবর্তী পাঁচ বছর আপনাকে অবহেলিত ও নির্যাতিত হতে হবে।"
তিনি আরও বলেন, "আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে, যা ঠিক করা প্রয়োজন। মেধাবীদের খুঁজে বের করে আনার জন্য টেলেন্ট হান্ট প্রোগ্রামের ঘোষণা দেন।"
সভায় উপস্থিত দেবিদ্বারের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদরা তরুণ সমাজের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, তরুণ সমাজ চাইলে দেশকে পরিবর্তন করতে পারে।
ডুসাডের বর্তমান সভাপতি সাবিকুন নাহার সবার সহযোগিতা কামনা করে বলেন, "আমরা সবার সহযোগিতা পেলে আরও বিস্তরভাবে কাজ করব।"