ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের সঙ্গে ইসির বৈঠক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা প্রস্তুতি জোরদার করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে শুরু হওয়া এ বৈঠকে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ প্রশাসন ও পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
এর আগে গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বৈঠকের বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।