অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইউরোপিয়ান লিগ ম্যাচ

অস্ট্রেলিয়ায় হচ্ছে না ইউরোপিয়ান লিগ ম্যাচ
  • Author, খেলা ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইউরোপের শীর্ষ ফুটবল লিগ প্রথমবারের মতো নিজ দেশের বাইরে ম্যাচ আয়োজনের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে সিরি আ–এর ম্যাচ হিসেবে এসি মিলান ও কোমো–এর লড়াই অস্ট্রেলিয়ায় আয়োজনের পরিকল্পনা থাকলেও সেখান থেকে সরে এসেছে লিগ কর্তৃপক্ষ।

এর আগে ইউরোপের আরেক শীর্ষ লিগ লা লিগা–এর একটি ম্যাচ স্পেনের বাইরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। ভিয়ারিয়াল ও বার্সেলোনা–এর মধ্যকার সেই ম্যাচটি উয়েফার অনুমোদন পেলেও শেষ পর্যন্ত অক্টোবরে বাতিল করা হয়।

সিরি আ সূত্র জানায়, ৬ ফেব্রুয়ারি মিলানের ঐতিহাসিক সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় দুই দিন পর নির্ধারিত এসি মিলানের হোম ম্যাচটি সেখানে আয়োজন করা সম্ভব হচ্ছিল না। এ কারণে ম্যাচটি অস্ট্রেলিয়ার পার্থে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়।

তবে সিরি আ সভাপতি এজিও সিমোনেলি জানান, আর্থিক ঝুঁকি এবং শেষ মুহূর্তে সৃষ্ট নানা প্রশাসনিক জটিলতার কারণে পার্থে ম্যাচ আয়োজন করা বাস্তবসম্মত হয়নি। তিনি বলেন, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)–এর পক্ষ থেকে ম্যাচ অফিসিয়াল নিয়োগসহ একাধিক শর্ত আরোপ করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

সিমোনেলির ভাষ্য অনুযায়ী, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া সরকার ও সিরি আ কর্তৃপক্ষ পারস্পরিক আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় ম্যাচ আয়োজনের পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেয়। কয়েক দিন আগেও ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হলেও শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হলো না।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ