সাত দেশে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করল স্বেচ্ছাসেবক দল

সাত দেশে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করল স্বেচ্ছাসেবক দল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রবাসে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিশ্বের সাতটি দেশে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গঠিত কমিটিগুলো হলো সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া, বাহারাইন, কুয়েত, সৌদি আরব (পশ্চিম অঞ্চল) ও দক্ষিণ কোরিয়া শাখা।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলটির কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে সিঙ্গাপুর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুর রহিম (বিপ্লব) এবং সদস্য সচিব হয়েছেন ইঞ্জিনিয়ার ওমর ফারুক সরকার। ওমান শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর খান ও সদস্য সচিব মো. মুক্তার হোসেন প্রধানীয়া।

মালয়েশিয়া শাখায় আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ড. এস এম রহমান তনু এবং সদস্য সচিব শামসুর আলম সিকদার (হেলাল শিকদার)। বাহারাইন শাখার আহ্বায়ক মো. আব্দুল আলীম ও সদস্য সচিব দুলাল তালুকদার।

কুয়েত শাখায় আহ্বায়ক ফাইজুর রহমান সুমন এবং সদস্য সচিব লায়ন মো. শাহজালাল তালুকদার মহন। সৌদি আরবের পশ্চিম অঞ্চল শাখার আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব হানিছ সরকার উজ্জল।

এছাড়া, দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর হোসেন (জং লি চ্যান) এবং সদস্য সচিব হয়েছেন ওমর ফারুক বাপ্পি খান।

নতুন কমিটিগুলোর মাধ্যমে প্রবাসে দলীয় সাংগঠনিক তৎপরতা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ