নতুন রূপে বিজয় দেবরাকোন্ডা

নতুন রূপে বিজয় দেবরাকোন্ডা
  • Author, বিনোদন ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা

দীর্ঘদিনের নীরবতা শেষে আবারও আলোচনায় দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা। তার পরবর্তী সিনেমার নাম ঘোষণা করা হয়েছে রাউডি জনার্ধনা। সঙ্গে প্রকাশিত হয়েছে সিনেমাটির শক্তিশালী টাইটেল গ্লিম্পস, যা মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬।

দুই মিনিট সাত সেকেন্ডের গ্লিম্পসের শুরুতেই শোনা যায় বিজয়ের ভারী ও প্রভাবশালী কণ্ঠ। এক ভয়ংকর চরিত্রের গল্প বলতে বলতে তিনি ধীরে ধীরে পর্দায় আবির্ভূত হন, যে ‘দানব’ আসলে তিনি নিজেই। গ্লিম্পসে পূর্ব গোদাবরী অঞ্চলের স্থানীয় তেলেগু উপভাষায় সংলাপ বলায় চরিত্রটির বাস্তবতা ও গ্রামীণ আবহ আরও স্পষ্ট হয়ে ওঠে।

লম্বা চুল, ঘন পাকানো গোঁফ আর চোখে আগুন; সম্পূর্ণ নতুন এক অবতারে ধরা দিয়েছেন বিজয়। পেশিবহুল শরীর নিয়ে একের পর এক প্রতিপক্ষকে ঘায়েল করতে দেখা যায় তাকে। লুঙ্গি পরা অবস্থায় লড়াইয়ের দৃশ্য ছবিটির মাটির কাছাকাছি রুক্ষ স্বভাবকে আরও জোরালো করে তোলে।

গ্লিম্পসের এক পর্যায়ে তিনি জানান, তার এলাকায় অনেকেই নিজেদের ‘রাউডি’ বলে দাবি করলেও, এই পরিচয় তিনি অর্জন করেছেন রক্ত আর ঘামের বিনিময়ে। সেখান থেকেই তার নাম রাউডি জনার্ধনা।

আরও একটি উল্লেখযোগ্য দিক হলো, সিনেমাটির টাইটেল গ্লিম্পস তেলেগু, হিন্দি, কন্নড় ও মালয়ালাম চারটি ভাষায় আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। প্রতিটি সংস্করণেই বিজয় নিজ কণ্ঠে ভয়েসওভার দিয়েছেন, যা দর্শকদের কাছে চরিত্রটিকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

ছবিটি পরিচালনা করছেন রবি কিরণ কোলা। এতে বিজয়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রাশমিকা মান্দানা, কীর্তি সুরেশ, বিবেক অবেরয়সহ আরও বেশ কয়েকজন পরিচিত মুখকে।

উল্লেখ্য, বিজয় দেবরাকোন্ডাকে সর্বশেষ দেখা গিয়েছিল গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই অ্যাকশন থ্রিলার কিংডমে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী বোরসে ও সত্যদেব।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ