আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান

আজ দেশের উদ্দেশে লন্ডন ছাড়বেন তারেক রহমান
  • Author, নিজস্ব প্রতিবেদক
  • Role, জাগরণ নিউজ বাংলা

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে ফেরার পথে যাচ্ছেন তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন ত্যাগ করে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন।

দলীয় সূত্র জানায়, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

ভ্রমণসূচি অনুযায়ী, সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছাবেন।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলীয়ভাবে সংবর্ধনা ও শোডাউনের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে নেতাকর্মীদের উদ্দেশে আগেই সতর্ক বার্তা দিয়েছেন তারেক রহমান। গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরবেন—এ কথা উল্লেখ করে সবাইকে অনুরোধ জানান, যেন কেউ বিমানবন্দরে না যান। তার ভাষায়, এই অনুরোধ মানা হলে তা দল ও দেশের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ হবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, এই নির্দেশনা অমান্য করে যারা বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে গণ্য করা হবে।

উল্লেখ্য, ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন তারেক রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়, যা আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ