হাঁটুতে সফল অস্ত্রোপচার নেইমারের
- Author, খেলা ডেস্ক
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ব্রাজিল তারকা নেইমারের বাঁ হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত মেনিস্কাস সারাতে তার হাঁটুতে আর্থ্রোস্কোপিক সার্জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে তার ক্লাব সান্তোস।
৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো মৌসুমজুড়ে হাঁটুর ব্যথা নিয়েই মাঠে নেমেছেন। মৌসুমের শেষ চার ম্যাচে চোট উপেক্ষা করে পাঁচ গোল করে ব্রাজিলিয়ান শীর্ষ লিগে সান্তোসের টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
ক্লাব সূত্র জানায়, ব্রাজিল জাতীয় দলের অভিজ্ঞ চিকিৎসকই এই অস্ত্রোপচার পরিচালনা করেন। এর আগেও ২০২৩ সালে নেইমারের পায়ের হাড় ভাঙা ও এসিএল ইনজুরির অস্ত্রোপচার করেছিলেন একই চিকিৎসক।
এই সফল সার্জারির ফলে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি–র পরিকল্পনায় নেইমারের ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেও, চোটের কারণে গত দুই বছর আন্তর্জাতিক ফুটবল থেকে দূরে ছিলেন তিনি।
চলতি বছরের জানুয়ারিতে সৌদি প্রো লিগের আল-হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। আল-হিলালের হয়ে দেড় বছরে মাত্র সাতটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
উল্লেখ্য, সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের মধ্যেই। তবে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা চলছে বলে জানিয়েছে ক্লাবটি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।