শীতকালীন ছুটিতেও ঢাকায় তারেক রহমানকে বরণ করতে চবি ছাত্রদলের পূর্ণ প্রস্তুতি
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি চলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানকে বরণ করতে সাবেক ও বর্তমান মিলিয়ে সহস্রাধিক নেতা-কর্মী ঢাকার ৩০০ ফিট এলাকায় আয়োজিত জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছে সংগঠনটি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহাসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে কথা বলে জানা যায়, তারেক রহমানের দেশে ফেরা ঘিরে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কেউ নিজ উদ্যোগে আগেই ঢাকায় পৌঁছেছেন, আবার অনেকে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে দলবদ্ধভাবে ট্রেন ও বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ে যাতায়াতের জন্য দুটি ট্রেন এবং চারটি বাস নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় প্রায় সবাই ঢাকায় যাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় চালুর সাথে সাথে যাদের পরীক্ষা রয়েছে, তাদের নেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, শুধু ছাত্রদলের কর্মী নয়, জাতীয়তাবাদী মনোভাবাপন্ন সকলকে সঙ্গে নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন উচ্ছাস প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই দিনটির অপেক্ষায় ছিলাম। দেশনায়ক তারেক রহমানকে বরণ করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা প্রায় সহস্রাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছি। এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।
এদিকে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, শুধু তার অধীনেই ৩০০ জনের বেশি নেতা-কর্মী ঢাকায় যাবেন। বিশ্ববিদ্যালয় শীতকালীন বন্ধ থাকায় অংশগ্রহণ আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত ১৮ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।