শিবিরের ক্রীড়া প্রার্থীর জন্য ভোট চাইলেন জাতীয় কারাতে’র সাবেক কোচ সিহান

শিবিরের ক্রীড়া প্রার্থীর জন্য ভোট চাইলেন জাতীয়  কারাতে’র সাবেক কোচ সিহান
  • Author, জবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে শিবিরের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জর্জিস আনোয়ার নাঈমের পক্ষে ভোট চেয়েছেন বাংলাদেশের কারাতে’র অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মার্শাল আর্ট ব্যক্তিত্ব সিহান কিতামুরা তেতসুরো।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় তিনি জর্জিসকে সমর্থন জানিয়ে বলেন, “আমি আগে বাংলাদেশ জাতীয় কারাতে দলের কোচ ছিলাম। জর্জিস আমার খেলোয়াড় ছিল। সে খুবই ভালো মানুষ। আমি জকসু নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য সুপারিশ করবো।”

পরে ভিডিওটি শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জর্জিস আনোয়ার নাঈম তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিবিরের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী জর্জিস আনোয়ার নাঈম বলেন, “সিহান কিতামুরার মতো একজন বিশ্বমানের মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাওয়া আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।”

তিনি আরও জানান, ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতার প্রস্তুতিকালে সিহান কিতামুরা সরাসরি তার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় থেকেই তিনি সিহানের সান্নিধ্য ও দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান, যা তার জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।

জর্জিস বলেন, “তিনি যখন জাতীয় দলের কোচ ছিলেন, তখন আমি তার কাছ থেকে ঘনিষ্ঠভাবে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়েছি। তিনি যখনই বাংলাদেশে আসেন, আমি তার সঙ্গে দেখা করি।”

জকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন শেষ হওয়ার পর তিনি ক্রীড়াঙ্গনের তারকাদের—শেখ মোরসালিন, হকির আনোয়ারসহ অন্যান্য খেলোয়াড়দের—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার উদ্যোগ নেবেন। তবে বর্তমানে নির্বাচনী আচরণবিধির কারণে তা সম্ভব নয় বলে উল্লেখ করেন জর্জিস।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ