আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে

আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে
  • Author, নিজস্ব প্রতিবেদক
  • Role, জাগরণ নিউজ বাংলা

রাজধানীতে যানজট কমাতে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নির্দিষ্ট সময়ের জন্য বিমানবন্দর এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল আদায় বন্ধ থাকবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সাধারণ যানবাহন এই সড়কটি টোল ছাড়াই ব্যবহার করতে পারবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

একই দিনে দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বড় পরিসরে সংবর্ধনা ও জনসমাবেশের আয়োজন করা হয়েছে।

এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছাতে শুরু করেছেন। স্লোগান, ব্যানার ও প্ল্যাকার্ডে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।

কর্তৃপক্ষের ধারণা, এ সময় বিমানবন্দর ও আশপাশের সড়কে যানবাহনের চাপ বাড়তে পারে। সে কারণেই সাময়িকভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোলমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ