জকসুতে মওলানা ভাসানী ব্রিগেডের ১০ দফা ইশতেহার
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ খাদ্য ও পানীয় নিশ্চিতসহ ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে বাম সমর্থিত 'মওলানা ভাসানী ব্রিগেড' প্যানেল।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস প্রার্থী ইভান তাহসিব ইশতেহার পাঠ করেন।পরে প্যানেলের অন্যান্য প্রার্থীরা পর্যায়ক্রমে ইশতেহারের বিভিন্ন দফা উপস্থাপন করেন।
মওলানা ভাসানী ব্রিগেড প্যানেলের ১০ দফার মধ্যে রয়েছে– একাডেমিক ক্যালেন্ডারে জকসুর তারিখ সুনির্দিষ্ট ও অনুষদভিত্তিক শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করা;দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস চালু ও আবাসিক সংকট নিরসন ও ঝুকিপূর্ণ ভবন সংস্কার করা; শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ই-শাটল চালু,নিজস্ব বাস ও রুট বৃদ্ধি ও র্যাগিং বন্ধে বাস কমিটিকে তৎপর করা; শিক্ষা ও গবেষণায় শিক্ষক মূল্যায়ন ও যুগোপযোগী কারিকুলাম নিশ্চিত; নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা; নিরাপদ খাদ্য ও পানীয় নিশ্চিতে ক্যাফেটারিয়ার আসনসংখ্যা বৃদ্ধি ; ২০ টাকায় একবেলার মানসম্মত খাবার ও পরিত্যক্ত বাসসমূহকে ফুটকার্টে রূপান্তর করা।
নারী ও পুরুষের পৃথক ব্যয়ামাগার স্থাপন ও যুগোপযোগী মেন্টাল হেলথকেয়ার সেন্টার গঠন;বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংকলন;বিশ্বব্যাপী যুদ্ধ বিরোধী অবস্থান ও স্বাধীন ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন করা;ভিন্ন জাতিসত্বার সাংস্কৃতিক বৈচিত্র্যের সম্মিলন ও সাংস্কৃতিক আয়োজনের পরিসর বৃদ্ধি করা;পরিবেশবান্ধব ক্যাম্পাস ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন করা।
এসময় জিএস প্রার্থী ইভান তাহসিব বলেন, নির্বাচনী পরিবেশ যেমনই হোক আগামী ৩০ ডিসেম্বরের প্রথম ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ইতিহাসের অংশ হতে যাচ্ছি।
সংবাদ সম্মেলনে 'মওলানা ভাসানী ব্রিগেড'
প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।