জকসু নির্বাচনে ভোট গণনা পদ্ধতি নিয়ে জবিশিস ও ইউটিএলের পাল্টাপাল্টি মতামত
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট গণনা পদ্ধতি নিয়ে শিক্ষক সংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি মতামত প্রকাশ্যে এসেছে। ম্যানুয়ালি ভোট গণনার পক্ষে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস), অন্যদিকে ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার দাবি জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। এ নিয়ে ক্যাম্পাসে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) ক্যাম্পাসে পৃথক সংবাদ সম্মেলনে দুই শিক্ষক সংগঠন তাদের অবস্থান তুলে ধরে। জবিশিস নেতারা জানান, ম্যানুয়ালি ভোট গণনা হলে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সহজ হবে। তাঁদের মতে, জকসুর মতো গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রযুক্তিগত জটিলতা এড়িয়ে সরাসরি ভোট গণনাই বেশি কার্যকর।
অন্যদিকে ইউটিএল নেতারা বলেন, ওএমআর মেশিন ব্যবহার করলে ভোট গণনায় সময় কম লাগবে এবং মানবিক ভুলের আশঙ্কা কমবে। তাঁরা দাবি করেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার নির্বাচন ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও নির্ভুল করবে।
সংশ্লিষ্টরা বলছেন, ভোট গণনা পদ্ধতি নিয়ে শিক্ষক সংগঠনগুলোর এই ভিন্নমত জকসু নির্বাচন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে।
ভোট গণনা নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, “আমাদের আগে থেকে সিদ্ধান্ত ভোট গণনা মেশিনের মাধ্যমে হবে কারণ ম্যানুয়ালি করলে অনেক সময়ের প্রয়োজন। আমরা জাকসু নির্বাচনে দেখেছি ম্যানুয়ালি ভোট গণনা করতে গিয়ে একজন শিক্ষক মারা গেছে। তাছাড়া এতো সময় কোনও শিক্ষক ভোট গণনা করবে না”।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।