জকসু নির্বাচনের দিন সাংবাদিকরা পাবেন মিডিয়া কার্ড, আবেদন আহ্বান

জকসু নির্বাচনের দিন সাংবাদিকরা পাবেন মিডিয়া কার্ড, আবেদন আহ্বান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত বা লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য মিডিয়া কার্ড প্রদান করা হবে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এবিষয়ে বিস্তারিত জানতে চাইলে জকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, প্রতিটি মেইনস্ট্রিম মিডিয়ার সর্বোচ্চ ১জন সাংবাদিককে মিডিয়া কার্ড দেওয়া হবে। টেলিভিশনের ক্ষেত্রে রিপোর্টারের সাথে একজন ক্যামেরাপার্সন থাকতে পারবে। 

তিনি জানান, আগ্রহী সাংবাদিকদের নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে সেইসাথে আইডি কার্ডের ফটোকপি (এক কপি) ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ কবে জানতে চাইলে তিনি বলেন, আবেদনের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। আশাকরি এরমধ্যে সকলে আবেদন করবেন।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ