জাবিতে ডি-ইউনিটে ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) 'ডি' ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের ভর্তি পরীক্ষা ৫ শিফটে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে এই অনুষদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের জন্য ১৫৫টি এবং ছাত্রীদের জন্য ১৫৫টি আসনের বিপরীতে মোট ৭০ হাজার ২২৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এরমধ্যে ছাত্র আবেদনকারী ছিলেন ২৯ হাজার ৪৩০ জন এবং ছাত্রী আবেদনকারী ছিলেন ৪০ হাজার ৭৯৩ জন।
সকালে জাবি স্কুল অ্যান্ড কলেজ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ভবনে অবস্থিত পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উলেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ইতোমধ্যে ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘বি’ ইউনিটভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।