দেশে ফিরে আবেগঘন মুহূর্ত: মির্জা ফখরুলকে প্রথম আলিঙ্গনে তারেক রহমান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় প্রবাসে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কোলাকুলিতে অংশ নেন তিনি।
বিমানবন্দরে অবতরণের পর সর্বপ্রথম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জড়িয়ে ধরে কোলাকুলি করতে দেখা যায় তারেক রহমানকে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
এর আগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে নির্ধারিত যাত্রাবিরতির পর সকাল ১১টা ১৩ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি যাত্রা শুরু করে।
পরবর্তীতে সকাল ১১টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।