স্বাগত আর ভালোবাসায় ভাসলেন তারেক রহমান, পথে পথে জনতার ঢল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ ত্যাগ করে পূর্বনির্ধারিত একটি বাসে করে তিনি রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনার মঞ্চের দিকে যাত্রা শুরু করেন। এ সময় তাকে এক নজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করেন বিপুলসংখ্যক সমর্থক ও দলীয় নেতাকর্মী।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি স্ত্রী ও কন্যাসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর ত্যাগ করে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা হন।
এরপর ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আবেগঘন মুহূর্তে জুতা খুলে শিশিরভেজা ঘাসে পা রাখেন তারেক রহমান। এ সময় তিনি মাটি স্পর্শ করে এক মুঠো মাটি হাতে তুলে নেন। পরে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রঙের বাসে করে তিনি গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন।
পথে পথে নেতাকর্মীরা স্লোগান, ব্যানার ও ফুল হাতে তাকে শুভেচ্ছা জানান। বাসের দরজার পাশে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিতে দেখা যায় তারেক রহমানকে।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠের কাঠামোয় নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ।
এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতির পর বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।