আলোচনায় ‘জেবু’, যা জানা গেল অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন এক বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবারের পোষা বিড়াল ‘জেবু’। তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই আনুষ্ঠানিকভাবে চালু হয় জেবুর নিজস্ব ফেসবুক পেজ, যা দ্রুতই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ঢাকায় পৌঁছান। তাদের সঙ্গেই দেশে আসে জেবু।
সাইবেরিয়ান প্রজাতির এই লোমশ বিড়ালটি মূলত জাইমা রহমানের পোষা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওর কারণে অল্প সময়ের মধ্যেই এটি পরিচিত মুখে পরিণত হয়েছে।
জেবুর নামে খোলা ফেসবুক পেজে হালকা-ধাঁচের রসিকতা ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করা হচ্ছে। এতে স্বল্প সময়েই তরুণ ব্যবহারকারী ও বিড়ালপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স কমিটির বিশেষ সহকারী এবং দলের কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ গণমাধ্যমকে পেজটি আনুষ্ঠানিক বলে নিশ্চিত করেছেন।
চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে তাকিয়ে থাকা জেবুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবি থেকেই মূলত জেবুকে ঘিরে কৌতূহলের সূচনা। পরবর্তীতে আরও কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি বিড়ালপ্রেমীদের পাশাপাশি সাধারণ নেটিজেনদের মধ্যেও আলোচনায় আসে।
জেবুর জনপ্রিয়তা নিয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘বিড়ালটি আমার মেয়ের। তবে এখন মনে হচ্ছে এটি সবার হয়ে গেছে। আমরা সবাই ওকে খুব ভালোবাসি।’ তারেক রহমানের এই বক্তব্যের পর জেবুকে ঘিরে আগ্রহ আরও বাড়তে থাকে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। স্ত্রী ও কন্যাসহ বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিশেষ দ্রষ্টব্যঃ বাংলাদেশে আছে জেবুর বন্ধু।আছে ফেসবুক পেজও।
পেজে যেতে ক্লিক করুন জেবুর ক্লোজ ফ্রেন্ড
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।