লাখো মানুষের ভালোবাসায় অভিভূত তারেক রহমান, কৃতজ্ঞতা প্রকাশ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে ফেরার পর লাখো মানুষের উৎসাহভরা সাদরে অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) যাত্রার সময় তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন।
এদিন দুপুর ১টা ৪৯ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে অভিবাদন গ্রহণের চারটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “সবাইকে ধন্যবাদ।”
১৭ বছরের নির্বাসনের পর লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে তারেক রহমানকে প্রথমে স্বাগত জানান তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ ও আমীর খসরুসহ সিনিয়র নেতারা একে একে তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে অভিবাদন জানান।
তারেক রহমানের আগমনের জন্য গুলশানের ১৯৬ নম্বর বাড়ি সুন্দরভাবে সাজানো হয়েছিল। কিছুক্ষণ পরে বিমানবন্দর থেকে বের হয়ে জুতা খুলে শিশির ভেজা ঘাসে পা রাখেন তিনি এবং এক মুঠো মাটি তুলে নেন।
এরপর বিশেষভাবে সাজানো বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে গণ সংবর্ধনার স্থান পর্যন্ত যাত্রা করেন। বাসের গায়ে লেখা রয়েছে, “সবার আগে বাংলাদেশ।” পথে পথে নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তারেক রহমানও বাসের দরজার কাছে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন। সংবর্ধনার পর তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।