৪০০ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো জবি ছাত্রদল
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষাবর্ষের সিজিপিএ এর ভিত্তিতে ৪০০ শিক্ষার্থীদের মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ (১৫ ব্যাচ) থেকে ২০২৩-২৪ (১৯ ব্যাচ) শিক্ষাবর্ষের প্রথম পঞ্চম স্থান প্লেসধারী ও প্রত্যেক ব্যাচের সিআর শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত স্টার হোটেলে এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। ৩ দিন ব্যাপী এই সংবর্ধনা অনুষ্ঠানের আজ প্রথম দিনে সমাজিক বিজ্ঞান অনুষদের প্রায় ৪০০ শিক্ষার্থীদের হাতে এ সংবর্ধনা তুলে দেওয়া হয়।
মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ব্যাগ,চাবির রিং,উত্তরীও ও কলম উপহার দেওয়া হয়েছে। জানা যায়,প্রায় ১২০০ শিক্ষার্থীদের সংবর্ধনা দিবেন ছাত্রদল।
অনুভূতি প্রকাশ করে গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বপন বলেন, ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের যে মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এতে শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্যের প্রতি সম্মান জানানো হয়েছে। এমন স্বীকৃতি শিক্ষার্থীদের আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা দেয়। শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।
সংবর্ধনা পাওয়া আরেক শিক্ষার্থী সাদমান সাকিব বলেন, ছাত্রদল শো-ডাউন,ক্ষমতা-রাজনীতি দূরে রেখে নৈতিকতা ও অংশগ্রহণমূলক রাজনীতির চর্চা করছে যা সত্যি অসাধারণ। এভাবেই সকল শিক্ষার্থীদের সাথে ছাত্র সংগঠন গুলোর এনগেজমেন্ট আরো বাড়বে। তাদের এই ভালো কাজগুলো অব্যাহত থাকুক।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থীই মেধাবী। তবে বিশেষভাবে নিজ নিজ ব্যাচে সিজিপিএর ভিত্তিতে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানটি আরও আগে আয়োজন করার পরিকল্পনা ছিল। কিন্তু নানা জটিলতার কারণে তা সম্ভব হয়নি। এ জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের নিয়ে কাজ করে সে ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রথম দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের সকল বিভাগের মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়। আগামীকাল ও পরশুদিন পর্যায়ক্রমে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।