জাবি ডি-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- Author, জাবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ডি-ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ইউনিটের ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে ডি-ইউনিটে মোট পাশের হার ৩৯ দশমিক ১০ শতাংশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে জীববিজ্ঞান অনুষদের ছাত্রদের জন্য ১৫৫টি এবং ছাত্রীদের জন্য ১৫৫টি আসন রয়েছে। এসব আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৭০ হাজার ২২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র আবেদনকারী ছিলেন ২৯ হাজার ৪৩০ জন এবং ছাত্রী আবেদনকারী ছিলেন ৪০ হাজার ৭৯৩ জন।
উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অন্যান্য ইউনিটের ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ju-admission.org থেকে জানা যাবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।