একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরত পাচ্ছেন সোমবার

একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা অর্থ ফেরত পাচ্ছেন সোমবার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

একিভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের প্রায় ৭৫ লাখ গ্রাহকের আমানত ফেরত দেওয়ার দিন ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার থেকে এই ব্যাংকগুলোর আমানতকারীরা তাদের জমানো টাকা ফেরত পেতে শুরু করবেন।

প্রাথমিকভাবে আমানত বিমা স্কিমের আওয়াতায় একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আমানত ফেরত দেওয়ার ক্ষেত্রে বিদ্যমান কারিগরি ও প্রক্রিয়াগত জটিলতা নিরসন করা হয়েছে। এখন থেকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ এর অধীনে থাকা গ্রাহকরা নিজ নিজ ব্যাংকের শাখা থেকে তাদের অর্থ সংগ্রহ করতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আমানত ফেরত দেয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হবে।
এককালীন উত্তোলনঃ যাদের আমানত ২ লাখ টাকা বা তার কম তারা একবারে পুরো টাকা তুলে নিতে পারবেন।
কিস্তিতে উত্তোলনঃ যাদের আমানত ২ লাখ টাকার বেশি তারা প্রাথমিকভাবে দুই লাখ টাকা তুলতে পারবেন। পরবর্তী সময়ে প্রতি তিন মাস অন্তরের সর্বোচ্চ ১ লাখ টাকা করে দুই বছর পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকবে।

একাধিক হিসাবঃ যদি কোন গ্রাহকের একই ব্যাংকে একাধিক হিসাব থাকে তবে তিনি কেবল একটি হিসেবের বিপরীতে টাকা পাবেন তবে ভিন্ন ভিন্ন ব্যাংকে হিসাব থাকলে প্রতিটি ব্যাংক থেকেই নির্ধারিত সীমা অনুযায়ী টাকা তুলতে পারবেন।

বিশেষ ছাড়ঃ ৬০ বছরের বেশি বয়সী নাগরিক এবং ক্যান্সার বা জটিল রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে উত্তোলনের এইসীমা শিথিল রাখা হয়েছে। তারা প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন।

উল্লেখ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী বিভিন্ন গ্রুপের ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক চরম তারল্য সংকটে পড়লে পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক এই পাঁচটি ব্যাংক কে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান মূলধন ৩৫ হাজার কোটি টাকা। যেখানে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের শেয়ার ১৫ হাজার কোটি টাকা। একীভূত এই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা সেনা কল্যাণ ভবন এ।

বর্তমান ব্যাংকে মোট আমানত রয়েছে ১.৪২ লাখ কোটি টাকা। ব্যাংকে মোট ঋণ রয়েছে ১.৯৩ লাখ কোটি টাকা যার বড় অংশই খেলাপি ঋণ।

এদিকে ব্যাংকের খরচ কমাতে ও ব্যাংককে স্টাবল করতে কর্মীদের বেতন-ভাতা বিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া একই এলাকায় একাধিক শাখা থাকলে তা কমিয়ে ১ বা ২টিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে এই ব্যাংকগুলোর ৭৬০ টি শাখা ও ৯৭৫ টি এটিএম বুথ রয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ