শহিদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় ইবিতে দোয়া
- Author, ইবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জুলাই বিপ্লবী শহিদ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী-সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, শহিদ ওসমান হাদি আমাদের মুক্তির কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, দলীয় বিবেচনার উর্ধ্বে গিয়ে সবার মন জয় করতে পেরেছেন। আমরা তার জন্য দোয়া করব। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তার আজাদীর আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওসমান হাদি বেঁচে থাকতে বলেছিলেন যে তাকে হত্যা করা হলে হত্যাকারীদের বিচার যেন নিশ্চিত করা হয়। বর্তমান সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচার নিশ্চিত করা।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে তিনি ১৮ ডিসেম্বর সেখানে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ১৯ ডিসেম্বর ঢাকায় আনা হয় এবং ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় তাকে দাফন করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।