জকসু নির্বাচন: ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ রোববার( ২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এ তথ্য জানিয়েছেন।
এছাড়া এদিন সকাল থেকে ক্যাম্পাসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এনএসআই, আনসার, র্যাব, ডিজিএফআইের সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা আশা করছেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ বলেন, আমরা চাই সুষ্ঠুভাবে নির্বাচন হোক এবং যারা ক্যাম্পাসের জন্য কাজ করতে পারবে তারা নেতৃত্বে আসুক। কোনো বিশৃঙ্খলা যেন আমাদের এই জকসুকে পন্ডু করতে না পারে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, কমিশন নির্বাচনের জন্য প্রস্তুত। বিশ্ববিদ্যালয় সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতি নির্বাচনের উপযোগী। আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনী আজ থেকে ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এরিয়ায় সক্রিয় থাকবে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।