আদালতের নির্দেশে বরখাস্ত ২৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী পুনরায় চাকরিতে বহাল

আদালতের নির্দেশে বরখাস্ত ২৫ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী পুনরায় চাকরিতে বহাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরু থেকে এ পর্যন্ত সরকারি ব্যয় কমানোর উদ্দেশ্যে বিভিন্ন সরকারি সংস্থা থেকে প্রায় ২৫ হাজার কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরের ফেডারেল আদালত এই বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের পুনরায় চাকরিতে বহাল করার নির্দেশ দিয়েছে।

আদালতের রায় অনুযায়ী, বরখাস্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সবচেয়ে বড় অংশটি ট্রেজারি (৭,৬০০ জন), কৃষি (৫,৭০০ জন) এবং স্বাস্থ্য ও মানবিক পরিষেবা (৩,২০০ জন) মন্ত্রণালয়ের অধীনে ছিল। আদালত বলেছে, এই কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান এবং প্রচলিত আইনগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি।  

ট্রাম্প প্রশাসনের এই ছাঁটাই পদক্ষেপটি সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে গৃহীত একটি পরিকল্পনার অংশ ছিল। নভেম্বর ২০২৪-এর নির্বাচনে জয়ের পর থেকেই ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি সরকারি ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেবেন। এ লক্ষ্যে তিনি বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা, স্পেসএক্স ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে প্রধান করে “সরকারের ব্যয় হ্রাস ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি” নামে একটি বিশেষ দপ্তর গঠন করেছিলেন।  

২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ট্রাম্প সরকারি ব্যয় হ্রাস ও কর্মী ছাঁটাই সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। তারপর থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থা থেকে নিয়মিত কর্মী ছাঁটাই চলছে। এই ছাঁটাইয়ের খবরগুলো মার্কিন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করছে। তবে এতদিনে আদালতের বরাতে প্রথমবারের মতো জানা গেল যে মোট ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।  
  
বাল্টিমোর আদালতের বিচারক জেমস ব্রেডার রায় ঘোষণার সময় বলেন, “আদালত কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে না। কর্মী ছাঁটাই করা যেতে পারে, কিন্তু তা হতে হবে আইন ও সংবিধান অনুসারে। আমাদের পর্যবেক্ষণ বলছে, বরখাস্ত হওয়া এই ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে সংবিধান ও আইনের যথাযথ মেনে চলা হয়নি।”  

আদালত আরও নির্দেশ দিয়েছে যে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে কর্মীদের পুনর্বহাল সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন নিয়মিত আদালতে জমা দিতে হবে।  

এই রায় মার্কিন সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যৎ নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।


সম্পর্কিত নিউজ