চাকরি ছেড়ে ভোটের মাঠে নৈশপ্রহরী খাইরুল
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে গিয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন।
খাইরুল ইসলাম আগে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে প্রায় চার মাস আগে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে পদত্যাগ করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর খাইরুল ইসলাম বলেন, “আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চার মাস আগে নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছি। এখন আল্লাহর ওপর ভরসা।”
তিনি আরও জানান, গত সংসদ নির্বাচনে প্রার্থী হলেও চাকরিতে থাকার কারণে তার মনোনয়ন বাতিল হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আগেভাগে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।