চবি ছাত্র শিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম রনি

চবি ছাত্র শিবিরের নতুন সভাপতি চাকসু ভিপি ইব্রাহিম রনি
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি অনুমোদিত হয়েছে । সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম শহরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ইতিহাস বিভাগ ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি সভাপতি নির্বাচিত হন। একই সঙ্গে সদস্যদের পরামর্শক্রমে সেক্রেটারি হিসেবে মনোনীত হন ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগ ২০১৭- ১৮ সেশনের মোহাম্মদ পারভেজ।

তারা দুজনেই বর্তমানে বিশ্ববিদ্যালয় এমফিল শিক্ষার্থী।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এছাড়া কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্ব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রসমাজের অধিকার আদায়, নৈতিক ও একাডেমিক পরিবেশ রক্ষায় সংগঠনকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতারা।

এর আগে ২০১৭-১৮ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা 
 ছাত্রশিবিরের  সভাপতি হিসাবে দায়িত্বরত ছিলেন। 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ