উচ্চশিক্ষা বিস্তারে খালেদা জিয়ার ভূমিকা জাতির স্মরণে থাকবে: ইউজিসি চেয়ারম্যান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে জাতি-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে তিনি বলেন, তার শাসনামলে একাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে নেওয়া নানামুখী উদ্যোগ দেশের উচ্চশিক্ষাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রফেসর ড. ফায়েজ আরও বলেন, দৃঢ় মনোবল ও সাহসিকতার সঙ্গে খালেদা জিয়া গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি তরুণ সমাজের কাছে একজন অনুকরণীয় নেত্রী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
ইউজিসি চেয়ারম্যানের ভাষায়, বেগম খালেদা জিয়ার প্রয়াণ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্য ও মেধার স্বীকৃতি দিতে ইউজিসির মাধ্যমে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ চালুর প্রস্তাব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, যা শিক্ষাক্ষেত্রে তার দূরদর্শী চিন্তার প্রতিফলন।
এর আগে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।