জাবিতে ‘জুলাই স্মৃতি গবেষণাগার ও জাদুঘর’ প্রতিষ্ঠার দাবি অধ্যাপক লুৎফুল ইলাহীর

জাবিতে ‘জুলাই স্মৃতি গবেষণাগার ও জাদুঘর’ প্রতিষ্ঠার দাবি অধ্যাপক লুৎফুল ইলাহীর
  • Author, জাবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

জুলাই গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্দোলনের স্মৃতি সংরক্ষণে বিশ্ববিদ্যালয়ে একটি ‘জুলাই স্মৃতি গবেষণাগার ও জাদুঘর’ প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে অবরুদ্ধ শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে পুলিশের গুলিতে ডান চোখের দৃষ্টি হারানো ও শরীরে ৬০ টিরও বেশি শর্ট গানের স্প্লিন্টার বহনকারী ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী।

শনিবার (২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আয়োজিত বিশেষ চিত্রপ্রদর্শনী এবং সাময়িকী ‘অরুণোদয়’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। 

অধ্যাপক লুৎফুল ইলাহী বলেন, ১৫ জুলাই দিবাগত রাতে আমি, মেহেদী মামুন ও আব্দুর রহমান খান সার্জিলসহ অনেকেই আমরা সবাই আবু সাঈদ হতে পারতাম। পরবর্তীতে যারা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তারাও একই রকম ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। অথচ দেড় বছর পেরিয়ে গেলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে কোনো স্মৃতি জাদুঘর বা গবেষণাগার গড়ে ওঠেনি। তিনি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি ‘জুলাই স্মৃতি গবেষণাগার’ প্রতিষ্ঠার আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আন্দোলনের ইতিহাস জানতে পারে এবং শহীদ ও আন্দোলনকারীদের স্মৃতি সংরক্ষিত থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,
“অধ্যাপক খোন্দকার লুৎফুল ইলাহীর কাছ থেকে জুলাই স্মৃতি গবেষণাগার ও জুলাই স্মৃতি জাদুঘর স্থাপনের একটি প্রস্তাব এসেছে। ইনশাআল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি বাস্তবায়নের বিষয়ে আমরা প্রস্তুতি নেব। জুলাই স্মৃতি জাদুঘর স্থাপনের ব্যাপারে আমাদের সম্মতি রয়েছে এবং সুযোগ পেলে এটি বাস্তবায়ন করা হবে।

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ