খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জবি শিবিরের দোয়া মাহফিল
- Author, জবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে শাখা শিবিরের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জবি শিবির সভাপতি মো: রিয়াজুল ইসলাম বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন। তিনি মজলুম ছিলেন, এবং জালিমের বিরুদ্ধে কণ্ঠস্বর ছিলেন। এই দেশ ও জাতির জন্য তার অনেক অবদান আছে। আমরা বিএনপি নেত্রীর রূহের মাগফিরাত কামনা করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন জবির কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সালাহউদ্দিন, শাখা শিবিরের সেক্রেটারি আব্দুল আলিম আরিফ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল সহ শাখা শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে, মঙ্গলবার ভোর ৬ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধাীন অবস্থায় মৃত্যু বরণ করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।