বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক, ৩১ ডিসেম্বর সাধারণ ছুটি
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক পালন করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ থেকে ০২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই শোক কর্মসূচি পালন করা হবে।
এ উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণার আলোকে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ওই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, শোককালীন সময়ে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় কর্মসূচি পালন করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
উল্লেখ্য, রেজিস্ট্রার দপ্তরের পক্ষ থেকে ডেপুটি রেজিস্ট্রার (তথ্য-ফটোগ্রাফি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।