সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চাকসুর উদ্যোগে তিনটি বাস

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চাকসুর উদ্যোগে তিনটি বাস
  • Author, চবি প্রতিনিধি
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বাসের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এ উদ্যোগ গ্রহণ করেছে । মঙ্গলবার ,৩০ ডিসেম্বর একটি ফেসবুক পোস্টে চাকসুর যোগাযোগ আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।

আগামীকাল বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আগ্রহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এই বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাসে যেতে ইচ্ছুকদের জন্য যোগাযোগ নম্বর হিসেবে ০১৯৮৯৪৫৬০৫৯ এবং ০১৫৮১৮১০২০৮ দেওয়া হয়েছে।

এদিকে, বিএনপি চেয়ারপারসন ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় ও স্থান চূড়ান্ত করা হয়। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

আপনার প্রতিক্রিয়া জানান

❤️
Love
0
(0.00 / 0 total)
👏
Clap
0
(0.00 / 0 total)
🙂
Smile
0
(0.00 / 0 total)
😞
Sad
0
(0.00 / 0 total)

মন্তব্যসমূহ

এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।


সম্পর্কিত নিউজ