বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায়ের অবসান: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবিসাসের শোক
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায়ের অবসান ঘটেছে বলে মন্তব্য করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দেওয়া এক শোক বিবৃতিতে চবিসাস সভাপতি জানে আলম ও সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিএনপির নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বিবৃতিতে চবিসাস নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর যখন দেশ গভীর রাজনৈতিক অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন বেগম খালেদা জিয়া দৃঢ় সাহস ও আপসহীন নেতৃত্ব নিয়ে রাজনীতির অগ্রভাগে এগিয়ে আসেন। স্বৈরাচারী শাসনের দমন-পীড়ন, রাজনৈতিক প্রতিহিংসা এবং নানা প্রতিকূলতা মোকাবিলা করে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অন্যতম শক্তিশালী নেতৃত্বে পরিণত হন। তার নেতৃত্ব ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নতুন দিশা দেয় এবং তিনি সাধারণ মানুষের আশা-ভরসার প্রতীকে রূপ নেন।
নেতৃবৃন্দ আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ব্যক্তিগত ত্যাগের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে এক অনন্য অধ্যায়ের সূচনা করেন। আপসহীন নেতৃত্ব, সাহসী অবস্থান এবং জনগণের অধিকার রক্ষায় তার অবিচল ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতির শেষে চবিসাস মরহুমার রুহের মাগফিরাত কামনা করে এই শোকাবহ সময়ে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি ধৈর্য, সহনশীলতা ও মানসিক শক্তি দানের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।