চবি প্রশাসনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত
- Author, চবি প্রতিনিধি
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রশাসনের উদ্যোগে সাবেক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। আজ বুধবার ,৩১ ডিসেম্বর বাদ জোহর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গায়েবানা জানাজা শেষে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনায় আগামীকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গায়েবানা জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিবহন ব্যবস্থাও গ্রহণ করেছে। জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টায় শহর থেকে ১নং, ২নং, ৩নং ও ৪নং শিক্ষক বাস রুট অনুসরণ করে চারটি বাস চবি ক্যাম্পাসে আসবে এবং জানাজা শেষে যথারীতি শহরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া বেলা ১২টা ৪৫ মিনিটে ক্যাম্পাসের পরিবহন দপ্তর থেকে আরও একটি বাস ছেড়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জানাজাস্থলে পৌঁছাবে এবং অনুষ্ঠান শেষে ফিরে যাবে। একই সঙ্গে এদিন শাটল ট্রেন নিয়মিত শিডিউল অনুযায়ী চলাচল করবে বলে জানিয়েছে প্রশাসন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়েছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।