আজ দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে আজ বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালক গাজী মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষর করা এক চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
চিঠিতে ঘোষণা করা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করায় বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
আজ ব্যাংক হলিডে নির্ধারিত থাকবে বলে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে। তবে বার্ষিক/অর্ধ-বার্ষিক হিসাব সমাপনী-২০২৫ এর সাথে সংশ্লিষ্ট শাখা/বিভাগ ব্যাংক স্বীয় বিবেচনায় খোলা রাখবে।
উল্লেখ্য এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জনপ্রশাসন মন্ত্রণালয় এক দিনের সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি করে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।