বাজেটের চার গুণ আয় করা দক্ষিণি ছবি আসছে প্রেক্ষাগৃহে

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
মালয়ালম ইন্ডাস্ট্রি সাম্প্রতিক বছরগুলোতে দর্শকদের উপহার দিয়েছে একের পর এক সাড়া জাগানো থ্রিলার সিনেমা। অভিনব গল্প ও চিত্তাকর্ষক নির্মাণশৈলীর জন্য এই চলচ্চিত্রগুলো সমালোচক ও দর্শক মহলে সমাদৃত হয়েছে। চলতি বছরেও থ্রিলারপ্রেমীদের জন্য চমক এনেছে মালয়ালম সিনেমা ‘অফিসার অন ডিউটি’।
নাম শুনেই অনুমান করা যায়, এটি একটি পুলিশি তদন্তভিত্তিক সিনেমা। গত ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই অ্যাকশন থ্রিলারটি প্রথম থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। মাত্র ১২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতিমধ্যেই ৫০ কোটির বেশি ব্যবসা করেছে।
চলচ্চিত্রটির পরিচালনায় রয়েছেন জিতু আশরাফ, আর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কানচাকো বোবান। তিনি এখানে বদমেজাজি পুলিশ কর্মকর্তা হরিশঙ্কর চরিত্রে অভিনয় করেছেন, যিনি একটি অভিযোগের কারণে নিম্ন পদায়ন পেয়েছেন। সিনেমার কাহিনি হরিশঙ্করের জীবনসংগ্রাম ও তদন্ত ঘিরেই এগিয়েছে—তিনি কীভাবে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সফলভাবে তদন্ত সম্পন্ন করেন এবং নিজের হারানো সুনাম পুনরুদ্ধার করেন, সেটাই গল্পের মূল বিষয়বস্তু।
১৩৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রিয়ামনি ও জগদীশ। মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ছবিটি। বিশেষজ্ঞদের মতে, এটি শুধু অ্যাকশন-থ্রিলার নয়, বরং মানবিক সম্পর্ক ও চরিত্রের গভীরতাও দারুণভাবে উপস্থাপন করেছে।
সিনেমাটি যারা হলে দেখতে পারেননি, তাদের জন্য রয়েছে সুখবর! আজ থেকে ‘অফিসার অন ডিউটি’ স্ট্রিমিং শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।