চবি ভর্তি পরীক্ষা: ম্যারাথনের কারণে ৩ জানুয়ারি ভাটিয়ারী-হাটহাজারী সড়ক বন্ধ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-ইউনিট প্রথম বর্ষ সম্মান ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ মিলিটারি একাডেমির আয়োজনে BHATIARY INTERNATIONAL MARATHON অনুষ্ঠিত হওয়ায় আগামী ৩ জানুয়ারি ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়।
রোববার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রক্টর কার্যালয় জানায়, ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ম্যারাথনের কারণে উক্ত সড়কে যান চলাচল বন্ধ থাকবে। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড ব্যবহার না করে বিকল্প অন্যান্য সড়ক ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রক্টর কার্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক বন্ধ থাকার বিষয়টি পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই বিকল্প পথে যাত্রা শুরু করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ মিলিটারি একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এবং রান বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ম্যারাথনে সামরিক ও বেসামরিক অংশগ্রহণকারীরা অংশ নেবেন। ম্যারাথন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্যসমূহ
এই সংবাদের জন্য এখনো কোনো মন্তব্য নেই।