নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন

নেতানিয়াহু গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলেন
ছবির ক্যাপশান, ছবি সংগৃহীত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থতার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা রোনেন বারের প্রাথমিক বরখাস্তের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের মেয়াদে শিন বেতের প্রধান হিসেবে নিযুক্ত হন বার। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে দেওয়া হলো।  

শুক্রবার (২১ মার্চ) এএফপি ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বরখাস্তের কয়েকদিন আগে নেতানিয়াহু হামাসের হামলায় শিন বেতের ব্যর্থতা এবং রোনেন বারের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, বারকে আর বিশ্বাস করা যায় না।  

ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব অনুযায়ী সর্বসম্মতিক্রমে রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বার আগামী ১০ এপ্রিলের মধ্যে পদত্যাগ করবেন অথবা তার উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।  

এর আগে গত রোববার নেতানিয়াহু বলেন, “তার (রোনেন বার) ওপর আস্থার অভাব রয়েছে।” এ কারণে তাকে পদে রাখা সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। রোনেন বার ১৯৯৩ সালে শিন বেতে যোগদান করেন এবং দীর্ঘ সময় ধরে সংস্থাটির বিভিন্ন দায়িত্ব পালন করেন।  

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরায়েলি সরকার বারকে শিন বেতের প্রধান হিসেবে নিয়োগ দেয়। তবে নেতানিয়াহুর সরকার তার মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তাকে বরখাস্ত করল। এই সিদ্ধান্ত ইসরায়েলের গোয়েন্দা পরিষেবায় নতুন উত্তাপ যোগ করেছে বলে বিশ্লেষকদের ধারণা।


সম্পর্কিত নিউজ