আজ উইকিপিডিয়ার বিশেষ দিন: জন্মদিনের উৎসব!

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
ইন্টারনেট ব্যবহার করেন, অথচ উইকিপিডিয়া চেনেন না—এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন! ‘অনলাইন বিশ্বকোষ’ হিসেবে উইকিপিডিয়া আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেকোনো তথ্য খোঁজার ক্ষেত্রে বছরের পর বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে এই ওয়েবসাইটটি। যারা যেকোনো তথ্য জানতে উইকিপিডিয়ার দ্বারস্থ হন, তারা আজ একটু বেশি সময় সেখানে কাটাতে পারেন। কারণ, আজ উইকিপিডিয়া দিবস।
২০০১ সালের ১৫ জানুয়ারি ইন্টারনেট উদ্যোক্তা জিমি ওয়েলস উইকিপিডিয়ার যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন ল্যারি স্যাঙ্গার। সেই হিসাবে আজ উইকিপিডিয়া তার ২৫তম জন্মদিন উদযাপন করছে।
ছোটখাটো বিষয় থেকে শুরু করে জটিল তথ্য—অনেকেরই প্রথম পছন্দ উইকিপিডিয়া। বর্তমানে ৩০০টিরও বেশি ভাষায় উইকিপিডিয়ার নিবন্ধ রয়েছে। এর সবচেয়ে মজার দিক হলো, এটি একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। যে কেউ নতুন নিবন্ধ লিখতে পারেন বা বিদ্যমান তথ্য সম্পাদনা করতে পারেন। তবে এই উন্মুক্ততার কারণে উইকিপিডিয়ার তথ্য সবসময় নির্ভরযোগ্য উৎস হিসেবে বিবেচিত হয় না।
একাডেমিক ক্ষেত্রে উইকিপিডিয়ার তথ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়। উইকিপিডিয়া নিজেও ব্যবহারকারীদের জানিয়ে দেয় যে, এর তথ্য প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করা উচিত নয়।
উইকিপিডিয়া দিবস উপলক্ষে আজ আপনি এই ওয়েবসাইটে একটু বেশি সময় কাটাতে পারেন। চাইলে উইকিপিডিয়া সম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল ডকুমেন্টারিও দেখতে পারেন। যেমন: দ্য ট্রুথ একোর্ডিং টু উইকিপিডিয়া (২০০৮), উইকিপিডিয়া অ্যান্ড দ্য ডেমোক্রেটাইজেশন অব নলেজ (২০২১), এবং ট্রুথ ইন নামবারস (২০১০)।
উইকিপিডিয়া শুধু একটি ওয়েবসাইট নয়, এটি জ্ঞানের মুক্তির প্রতীক। আজকের দিনে এই অনলাইন বিশ্বকোষের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এর ভবিষ্যৎ উন্নয়নে অবদান রাখার কথা ভাবতে পারেন।