পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে ১৬ জন নিহত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষে ১৬ জন নিহত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তান জেলায় আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৬ জন জঙ্গি নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত ২২ থেকে ২৩ মার্চের রাতে উত্তর ওয়াজিরিস্তানের গোলাম খান কাল্লে এলাকায় সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে নিরাপত্তা বাহিনী।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে জঙ্গিদের গতিবিধি শনাক্ত করে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। তীব্র গুলিবিনিময়ের পর ১৬ জন জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের ‘খোয়ারিজ’ বলে উল্লেখ করেছে।  

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে এবং সন্ত্রাসবাদ নির্মূলে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। পাকিস্তান আশা করছে, তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে জঙ্গিদের আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেবে না।  

উল্লেখ্য, পাকিস্তানের এ ধরনের অভিযোগ অতীতে বারবার প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান সরকার।


সম্পর্কিত নিউজ