শিহাব শাহীনের 'দাগি' সেন্সর ছাড়পত্র পেল

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
দীর্ঘ ১০ বছর পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে প্রেক্ষাগৃহে ফিরছেন খ্যাতিমান নির্মাতা শিহাব শাহীন। তার সর্বশেষ চলচ্চিত্র 'দাগি' বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে 'ইউ' সার্টিফিকেট অর্জন করেছে, যা সব বয়সী দর্শকের জন্য উপযোগী।
গত সোমবার সেন্সর বোর্ডের প্রদর্শনী শেষে ছবিটিকে অনুমোদন দেওয়া হয়। বোর্ড সদস্যদের মতে, "এটি একটি অসাধারণ চলচ্চিত্র। দীর্ঘদিন পর দর্শকরা ঈদে মানসম্মত একটি সিনেমা দেখার সুযোগ পাবেন।"
৬২৭ দিনের বিরতির পর চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু ও প্রীতি আলভি। বিশেষ চরিত্রে দেখা মিলবে মনোজ প্রামাণিকের।
নির্মাতা শিহাব শাহীন বলেন, "'দাগি' একটি অনন্য গল্প যা ভাগ্য ও নিয়তিকে কেন্দ্র করে দর্শকদের চিন্তার খোরাক জোগাবে। আমরা দর্শকদের জন্য বিশেষ কিছু উপহার দিতে চেয়েছি।"
ঈদুল ফিতরের ছুটিতে দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'দাগি'। ইতিমধ্যেই চলচ্চিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।