খাদান সিনেমা দেখে ফেরার পথে তর্ক, মর্মান্তিক আত্মহত্যা এক ছাত্রের!

খাদান সিনেমা দেখে ফেরার পথে তর্ক, মর্মান্তিক আত্মহত্যা এক ছাত্রের!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

পশ্চিমবঙ্গের সিনেমা হল এবং দর্শকদের মন জুড়ে এখন একটাই নাম—‘খাদান’। কিন্তু এই ছবি ঘিরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সম্প্রতি উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক স্কুলছাত্র সিনেমাটি দেখার পর আত্মহত্যা করেছে।

ঘটনার বিস্তারিত জানা গেছে, গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায় তাঁর ছাত্রদের নিয়ে ‘খাদান’ সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে বাড়ি ফেরার পথে গৃহশিক্ষক ছাত্রদের সঙ্গে সেলফি তোলার প্রস্তাব দিলে, রাজা দে নামের এক ছাত্র তা মানতে অস্বীকার করে। এরপর গৃহশিক্ষক তাকে বকাবকি করেন। শিক্ষকের দাবি, ছাত্রটি তার সঙ্গে খারাপ ব্যবহার করায় তিনি তাকে শাসন করেছিলেন। কিন্তু সেই বকা এবং কথাবার্তা সহ্য করতে না পেরে রাজা আত্মহত্যার পথ বেছে নেয়।

রাজা দে শ্যামনগর কান্তিচন্দ্র হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তার বাবা পেশায় রাজমিস্ত্রী। ১৪ জানুয়ারি রাজা তার গৃহশিক্ষকের সঙ্গে ‘খাদান’ দেখতে যায়। পরদিন, ১৫ জানুয়ারি সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে আত্মহত্যা করে।

পুলিশ মৃতদেশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। গৃহশিক্ষক তন্ময় চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজার পরিবার অভিযোগ করেছে যে গৃহশিক্ষকের আচরণই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। তবে, গৃহশিক্ষক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি রাজাকে খুব ভালোবাসতেন এবং এমন কিছু বলেননি, যা তাকে আত্মহত্যায় প্ররোচিত করতে পারে। তিনি আরও দাবি করেছেন যে প্রয়োজনে তিনি তাদের মধ্যে হওয়া সব কথোপকথনের প্রমাণও দিতে পারেন।

রাজার মা বলেছেন, ‘আমার ছেলে অপমান সহ্য করতে পারেনি। সেই জন্যই সে আত্মহত্যা করেছে।’

‘খাদান’ সিনেমাটি ২০ জানুয়ারি মুক্তি পেয়েছে। দেব, ইধিকা পাল এবং যিশুর মুখ্য চরিত্রে এই ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার রিনো। ছবিটির শেষে ‘খাদান ২’ আসার ঘোষণা দেওয়া হয়েছে, যা দর্শকদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তবে, এই মর্মান্তিক ঘটনা ছবির সাফল্যের গায়ে একটু কালো ছায়া ফেলেছে।


সম্পর্কিত নিউজ