NUB ও NetCom Learning একসাথে এআই উদ্ভাবনের পথে
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB) এবং NetCom Learning Bangladesh-এর মধ্যে AGENTx – The AI Challenge! বাস্তবায়নের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এআই প্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বৈশ্বিক প্রযুক্তি খাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই এই অংশীদারিত্বের মূল লক্ষ্য।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য, সম্মানিত রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং NetCom Learning-এর বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ। এই অংশীদারিত্ব এআই উদ্ভাবন ও প্রযুক্তিগত উৎকর্ষতার জন্য NUB-এর অঙ্গীকারকে আরও সুদৃঢ় করল।
এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে NUB Computer Club, যা প্রথম থেকেই প্রোগ্রামটির পরিকল্পনা ও বাস্তবায়নে সক্রিয় ছিল। ক্লাবের সভাপতি জোবায়ের আহমেদ সাকিব এই কর্মসূচির সূচনা করেন, যার লক্ষ্য শিক্ষার্থীদের আন্তর্জাতিক এআই দক্ষতার সংস্পর্শে নিয়ে আসা এবং বিশ্বব্যাপী সহযোগিতার সুযোগ তৈরি করা। সাকিবের দূরদর্শী নেতৃত্বের ফলে AGENTx এখন NUB-এর শিক্ষার্থীদের জন্য একটি গ্লোবাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।
এই অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষার্থীরা পাবে বিশেষজ্ঞ প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং বাস্তবভিত্তিক এআই চ্যালেঞ্জের অভিজ্ঞতা। NetCom Learning-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে, NUB শুধুমাত্র এআই উদ্ভাবনের দিগন্ত খুলে দিচ্ছে না, বরং বাংলাদেশে প্রযুক্তি শিক্ষার পথিকৃৎ হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে।
AGENTx – The AI Challenge! এর প্রতিটি ধাপে আমাদের সঙ্গে থাকুন, এআই-এর ভবিষ্যত গড়ার এই যাত্রায় শামিল হন!