মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা

- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, "গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে।"
রুবিও তার বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ বর্তমানে একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভবিষ্যৎ নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে, এই স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্য বহন করে।"
ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রসঙ্গ টেনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে আগ্রহী। আমরা এই অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।"
বিবৃতির শেষাংশে রুবিও বাংলাদেশি জনগণের প্রতি তার ব্যক্তিগত শুভেচ্ছা জানিয়ে বলেন, "এই স্বাধীনতা দিবসে আমরা বাংলাদেশের সাথে আমাদের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে স্মরণ করছি। দুই দেশের নাগরিকদের জন্য নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে আমরা একসাথে কাজ করতে প্রস্তুত।"
উল্লেখ্য, গত কয়েক দশকে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক বাণিজ্য, নিরাপত্তা ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রসার লাভ করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রুবিওর এই বিবৃতি দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার ইঙ্গিত বহন করে।