অপরাধ স্বীকার করে তালিকা থেকে নাম বাদের আবেদন ১২ ব্যক্তির

অপরাধ স্বীকার করে তালিকা থেকে নাম বাদের আবেদন ১২ ব্যক্তির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

প্রতারণা করে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এমন ১২ জন অপরাধ স্বীকার করেছেন । স্বেচ্ছায় তারা তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছেন।

এ তথ্য নিশ্চিত করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) বলেন, বিভিন্ন জেলা থেকে মুক্তিযোদ্ধাদের বিষয়ে শত শত অভিযোগ এসেছে। জামুকা (জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল) আইন সংশোধন করে নতুন অধ্যাদেশ হয়ে গেলে মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন করতে পারবে তারা। তখন অ্যাডহক কমিটি, প্রশাসন যৌথভাবে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো যাচাই-বাছাই করবে।

যেসব অমুক্তিযোদ্ধা স্বেচ্ছায় মুক্তিযোদ্ধার তালিকা থেকে চলে যাবেন তারা ইনডেমনিটি (দায়মুক্তি) পাবেন জানিয়ে তিনি বলেন, তাদেরকে শাস্তির আওতায় আনবো না। সেই সুবাদে ১০-১২ জনের মতো পেয়েছি, যারা স্বেচ্ছায় চলে যেতে আবেদন করেছেন। তারা জাতি ও মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে, তারা এটা অন্যায় করেছিলেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভাতা বন্ধ করে দিয়েছি।


সম্পর্কিত নিউজ